4:04 pm , May 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারনে সৃষ্ট জলোচ্ছাসে বরিশাল জেলায় প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের গৃহপালিত হাঁস-মুরগী মৃত ও ভেসে গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় এর প্রতিবেদনে জানাযায়, ঘূর্ণিঝড় রেমালে বরিশাল জেলার ১০ উপজেলায় মোট ৬ হাজার ৬৭৮ টি হাঁস মৃত ও ভেসে গেছে। যার মোট মূল্য ২৫ লাখ ৩৭ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে ভেসে যাওয়া মুরগীর সংখ্যা মোট ৪১ হাজার ৩২২টি। এর মোট মূল্য ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা। সবমিলিয়ে জেলায় মোট ১ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা মূল্যের গৃহপালিত পাখির মৃত্যু হয়েছে। ১০ উপজেলার মধ্যে সব থেকে বেশি ২ হাজার ৮৫০ টি হাঁস মৃত ও ভেসে গেছে মেহেন্দিগঞ্জ উপজেলায়। এ উপজেলায় ক্ষতি হয়েছে ১০ লাখ ৮৩ হাজার টাকার। অন্যদিকে সব থেকে বেশি ২৬ হাজার ৯৮০ টি মুরগী মৃত ও ভেসে গেছে উজিরপুর উপজেলায়। যার মূল্য ৯৭ লাখ ১২ হাজার ৮শ টাকা। সব থেকে কম ১৬০ টি হাঁস ভেসে গেছে বরিশাল সদর উপজেলায়। যার মূল্য ৬০ হাজার ৮শ টাকা। বাবুগঞ্জ উপজেলায় সর্বনিম্ন ৫৯৯ টি মুরগী মৃত ও ভেসে গেছে যার মূল্য ২ লাখ ১৫ হাজার ৬৪০ টাকা।