4:02 pm , May 29, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ৩দিন যাবত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ঝালকাঠি ওজোপাডিকা কার্যালয় ঘেরাও করেছে ঝালকাঠি শহরের সাধারণ মানুষ। ২৯ মে বিকাল ৫ টায় পৌর শহরের বাসিন্দারা ঝালকাঠি কলেজ রোডস্থ ওজোপাডিকা কার্যালয় এর মেইন ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভসহ ঘেরাও করে। জনসাধারণের বিক্ষোভ ঠেকাতে বিদ্যুৎ অফিস এর মেইন ফটক আটকে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। ঝালকাঠি ওজোপাডিকা কার্যালয় এর মেইন গেটে কর্তব্যরত দারোয়ান জানান, বিদ্যুৎ কখন আসবে সুনির্দিষ্টভাবে বলতে না পারায় পাবলিক চিল্লাচিল্লি শুরু করে এবং ভিতরে প্রবেশের চেষ্টা করে। ফলে নিরাপত্তার স্বার্থে মেইন ফটক আটকে দেয়া হয়েছে। শহরের কলেজ রোড এর বাসিন্দা শিপু আলম জানান, বরিশাল বরগুনা ও রাজাপুর বিদ্যুৎ লাইন চালু হলেও ঝালকাঠি বিদ্যুৎ সচল হয় নাই।
সকাল থেকে শহরবাসী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। ঝালকাঠির সিনিয়র সাংবাদিক দুলাল সাহা সহ অনেকেই বিদ্যুৎ বিভাগ ভৎসনা করে ফেসবুকে পোস্ট করেছেন। ঝালকাঠি বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ে পড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেরামতের কাজ চলছে। কখন লাইন চালু হবে সঠিক করে বলতে পারছেন না তারা। তবে সচেতন মহলের ধারণা কম দেবার নিয়ে শ্লোগতিতে কাজ করছে ঝালকাঠি বিদ্যুৎ বিভাগ।