ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় পায়রা বন্দর ও খুলনা শিপইয়ার্ডের ব্যাপক প্রস্তুতি গ্রহন ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় পায়রা বন্দর ও খুলনা শিপইয়ার্ডের ব্যাপক প্রস্তুতি গ্রহন - ajkerparibartan.com
ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় পায়রা বন্দর ও খুলনা শিপইয়ার্ডের ব্যাপক প্রস্তুতি গ্রহন

3:53 pm , May 26, 2024

বিশেষ প্রতিবেদক ॥ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘রিমেল’এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে বন্দর এবং ইয়ার্ড সহ নৌযান ও স্থাপনা রক্ষায় পায়রা বন্দর কর্তৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ড সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে। এমনকি পায়রা বন্দরের অভ্যন্তরে নিজস্ব হ্যালিপ্যাড পর্যন্ত সার্বক্ষনিকভাবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান। বন্দরের জেটিতে অবস্থানরত দুটি সমুদ্রগামী পণ্যবাহী নৌযানকে বহি.নোঙরে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বন্দরের নিজস্ব টাগবোট, স্যালভেজ বোট সহ সব নৌযানগুলোওে নিরাপদ চ্যানেলে সরিয়ে দেয়ার পাশাপাশি যেকোন আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব জেটিতে একটি নৌযান প্রস্তুত রাখা হয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে পায়রা বন্দর ও খুলনা শিপইয়ার্ডে সার্বক্ষনিক নিয়ন্ত্রন কক্ষ কাজ করছে।
যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলা সহ দূর্যোগ পরবর্তী সময়ে বন্দরের পরিচালন কার্যক্রম অব্যাহত রাখা সহ উদ্ধার তৎপড়তার জন্যও সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বন্দর সন্নিহিত এলাকার মানুষকে আশ্রয় প্রদান সহ দূর্যোগ পরবর্তি সময়ে ত্রান ও উদ্ধার তৎপড়তা সহ প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল টিমও গঠন করেছে পায়রা বন্দর কতৃপক্ষ। বন্দর কতৃপক্ষ যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে পায়রা বন্দরের চেয়ারম্যান জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ নৌ বাহিনী নিয়ন্ত্রিত খুলনা শিপইয়ার্ড কতৃপক্ষও ঘূর্ণিঝড় ‘রিমেল’ এর সম্ভাব্য ক্ষতির হাত থেকে ইয়ার্ড রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বলে প্রতিষ্ঠানটির জিএম প্রশাসন জানিয়েছেন। পুরো ইয়ার্ডের সবগুলো মেকানিক্যাল সপগুলোকে সম্ভাব্য জলোচ্ছাস থেকে রক্ষায় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা সহ বিপুল সংখ্যক পাম্প প্রস্তুত রাখা হয়েছে বলে জিএম এ্যডমিন জানান। পাশাপাশি পুরো শিপইয়ার্ডে কর্মরত বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও ইয়ার্ড কর্মীদের যেকোন প্রয়োজনে একাধিক মেডিকেল টিম সহ অস্থায়ী হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।
খুলনা শিপইয়ার্ডের ব্যাবস্থাপনা পরিচালক কমোডর মো. আবদুল লতিফ (এল) এনডিসি, পিএসসি-বিএন ঘূর্ণিঝড় মোকাবেলার সার্বিক প্রস্তুতি সহ প্রতিলোধমূলক কার্যক্রম তত্ত্বাবধান করছেন বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT