3:51 pm , May 26, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর আয়োজনে ও বরিশাল উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বহুমুখী পাটজাত পণ্য তৈরি প্রশিক্ষন শুরু হয়েছে । রবিবার ২৬ মে থেকে নগরীর হোটেল কিং ফিসারের হলরুমে শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামী ৩০ মে সমাপনীর মধ্য দিয়ে শেষ হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল উইমেনস চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত মো: শামিম আহমেদ ও ফাতেমাতুজ জোহরা সোমা। বরিশালের ৩০ জন নারী উদ্যোক্তারা এই পাটজাত পণ্য তৈরি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
