ঘূর্নিঝড় রেমালের প্রভাবে নগরীতে থেমে থেমে মাঝারি ও হালকা বৃষ্টিপাত ঘূর্নিঝড় রেমালের প্রভাবে নগরীতে থেমে থেমে মাঝারি ও হালকা বৃষ্টিপাত - ajkerparibartan.com
ঘূর্নিঝড় রেমালের প্রভাবে নগরীতে থেমে থেমে মাঝারি ও হালকা বৃষ্টিপাত

3:46 pm , May 26, 2024

জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল
নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্নিঝড় রেমালের প্রভাবে নগরীতে গতকাল দিনভর থেমে থেমে হালকা বৃষ্টিপাত হয়েছে। বিকেল বেলা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে নগরীর নিন্মাঞ্চল। তবে জোয়ারের পানির সাথেই নেমে গেছে এ পানি। এছাড়া সারাদিনই দমকা বাতাস ছিল অব্যাহতভাবে। আবহাওয়া অফিসের সূত্র মতে, নগরীতে রেমালের প্রভাবে তেমন বড় কোন ক্ষয়ক্ষতি না হলেও কিছুটা প্রভাব পড়বেই। দমকা হাওয়ার সাথে হতে পারে জলাবদ্ধতা। গতকাল নগরীর আশপাশের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় জোয়ারের পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। নদী তীরের যে সকল স্থানে শহর রক্ষা বাধ নেই সে সকল স্থান দিয়ে বেড়ে যাওয়া জোয়ারের পানি প্রবেশ করে বিকেলে জলাবদ্ধতা তৈরি হয় নগরীর পলাশপুর, কেডিসি, ভাটারখাল, ধান গবেষনা, ১২ নং ওয়ার্ডের খ্রিস্টান কলোনী, আমানতগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। বিকেলে এই পানিতে নগরীর নিন্মাঞ্চল তলিয়ে গেলেও তা রাত ৮ টার পর কমতে শুরু করে। ঝোড়ো বাতাসে নগরীর বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়েছে তবে তেমন কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ জানান, ঘূর্নিঝড় রেমালের প্রভাবে গতকাল বৃষ্টিপাত, দমকা হাওয়াসহ বেড়ে ছিল জোয়ারের পানি। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যা রেকর্ড করা হয়েছে ৫.৪ মিলিমিটার। এ কর্মকর্তা আরো জানান, রাতে উপকূলে জোরালোভাবে আঘাত হানতে পারে রেমাল। যার প্রভাবে নগরীতে হতে পারে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত। এছাড়া বৃদ্ধি পেতে পারে নদীর পানি।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ বলেন, রেমালের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়েছে ঠিকই তবে তা এখনও বিপদসীমা অতিক্রম করতে পারেনি। সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ার পরেও পানি বিপদসীমার ২ ফুট নিচ দিয়ে অতিক্রম করেছে বলে জানান তিনি। তবে বিপদসীমা অতিক্রম না করলেও বৃদ্ধি পাওয়া পানিতে নি¤œাঞ্চল প্লাবিত হতে পারে বলেন খালিদ বিন ওয়ালিদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT