মেহেন্দিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা মেহেন্দিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

4:35 pm , May 25, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিনগত গভীর রাতে স্বামীর বাড়ীতে নিজ কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে ওসি ইয়াছিনুল হক জানিয়েছেন। আত্মহননকারী গৃহবধূ ফারজানা আক্তার (২৫) উপজেলার খরকী এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী রাসেল চাপরাশীর ছেলে।
ওসি জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT