3:58 pm , May 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে যুবদলের রাজনৈতিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে সভা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উত্তর জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার দুপুরে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে এ সভা হয়। সভায় কারাবরণকারী নেতাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুব বিন জলিল। এসময় আরও বক্তৃতা দেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ, কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি এইচএম তছলিম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদের সঞ্চলনায় সভা হয়েছে। এছাড়া কারাবরণকারী নেতাকর্মীরাও বক্তৃতা দেন।
যুবদলের সহ-সভাপতি ইউসুব বিন জলিল বলেন, নতজানু সরকার বিএনপির উপর একের পর এক হামলা-মামলা নির্যাতন চালাচ্ছে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামী বানিয়ে দেশটাকে কারাগার বানিয়েছে। এখন দেশে কারো জীবনের নিরাপত্তা নেই। আমরা দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যাবার জন্য আন্দোলন করছি না। এই সরকারের কাছ থেকে ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে লড়াই করে যাচ্ছি।