যুবদলের কর্মকান্ড চাঙ্গা করতে সভা অনুষ্ঠিত যুবদলের কর্মকান্ড চাঙ্গা করতে সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
যুবদলের কর্মকান্ড চাঙ্গা করতে সভা অনুষ্ঠিত

3:58 pm , May 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে যুবদলের রাজনৈতিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে সভা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উত্তর জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার দুপুরে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে এ সভা হয়। সভায় কারাবরণকারী নেতাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুব বিন জলিল। এসময় আরও বক্তৃতা দেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ, কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি এইচএম তছলিম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ। বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদের সঞ্চলনায় সভা হয়েছে। এছাড়া কারাবরণকারী নেতাকর্মীরাও বক্তৃতা দেন।
যুবদলের সহ-সভাপতি ইউসুব বিন জলিল বলেন, নতজানু সরকার বিএনপির উপর একের পর এক হামলা-মামলা নির্যাতন চালাচ্ছে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামী বানিয়ে দেশটাকে কারাগার বানিয়েছে। এখন দেশে কারো জীবনের নিরাপত্তা নেই। আমরা দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় যাবার জন্য আন্দোলন করছি না। এই সরকারের কাছ থেকে ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে লড়াই করে যাচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT