বই পড়ে পুরষ্কার লাভ বই পড়ে পুরষ্কার লাভ - ajkerparibartan.com
বই পড়ে পুরষ্কার লাভ

3:56 pm , May 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের জন্য নগরীর ২ হাজার ৫৪১ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ২০০৫ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে। এছাড়াও ৫৩৬ জন শিক্ষার্থীর পক্ষে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক পুরস্কার গ্রহণ করে। ২০২৩ শিক্ষাবর্ষে বরিশাল মহানগরের ৪৪টি স্কুলের প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এসব স্কুলের ২ হাজার ৫৪১ জন ছাত্রছাত্রী মূল্যায়নপর্বে কৃতিত্বের পরিচয় দেওয়ায় তাদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট অভিনেতা, লেখক, ও অনুবাদক খায়রুল আলম সবুজ, বরিশালের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার বাহাউদ্দিন গোলাপ, গ্রামীণফোনের বরিশালের সার্কেল হেড ছানোয়ার হোসেন এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।
অন্যান্য পর্বে আরও উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক তপংকর চক্রবর্তী, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, সংস্কৃতিজন মুকুল দাস, জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন বলেন, আমাদের জ্ঞানভিত্তিক জাতি গড়তে হলে বই পড়তে হবে। আর তোমাদের, বিশ্বসাহিত্য কেন্দ্র এই বই পড়ার সুযোগ করে দিয়েছে। বইয়ের জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে আরো উন্নত করার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণ উৎসবে প্রতিটি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত পুরস্কার, শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরাপাঠক পুরস্কার শিরোনামের চারটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আজকে ৪৪টি স্কুলের ২ হাজার ৫৪১ জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ৫২৫ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ৭৮৩ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ১১৪১ জন এবং সেরাপাঠক পুরস্কার পেয়েছে ৯২ জন। দিনব্যাপী এই উৎসবের এ বিশাল আয়োজন ও পুরস্কারের বই স্পন্সর করছে গ্রামীণফোন লিমিটেড।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT