এক সপ্তাহ পরে পুনরায় তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী এক সপ্তাহ পরে পুনরায় তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী - ajkerparibartan.com
এক সপ্তাহ পরে পুনরায় তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী

3:55 pm , May 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ একের পর এক হিট অ্যালার্ট শেষে বিগত সপ্তাহে কিছুটা স্বাভাবিক তাপমাত্রায় স্বস্তিতে ছিল নগরবাসী। তবে এ সপ্তাহের শুরুতেই পুনরায় বেড়েছে অস্বাভাবিক গরম। গতকাল শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রী সেলসিয়াস। যা সন্ধ্যার পর অসহ্য গরমে পরিণত হয়ে অতিষ্ঠ করে তুলেছিল জনজীবন। এর আগে দিনভর প্রখর রোদে নগরীর বাসিন্দাদের অবস্থা নাজেহাল হতে দেখা গেছে দিনের বেলাতে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় বিভিন্ন চাকুরীজীবী ও শিক্ষার্থীদের সংখ্যা কম ছিল। তাই রোদের তাপে ঘর থেকে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেখা যায়নি বেশিরভাগ মানুষ কেই। তবে এক সপ্তাহ পরে পুনরায় আগের মতো গরমে নগরীর খেটে খাওয়া মানুষের হয়েছে নাজেহাল অবস্থা। রিকশাচালক মনু মিয়া জানান, শুক্রবার রাস্তায় প্যাসেঞ্জার নেই বললেই চলে। তারপরেও পেটের দায়ে নামতে হয়েছে সড়কে। গরমে খুব কষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ যেমন রোদের তাপ তেমনি ভ্যাবসা গরম। আয় কম হলেও কষ্ট হচ্ছে খুবই বেশি। তবে ঘরে বসে থাকার সুযোগ নেই তাই জীবিকার তাগিদে নামতে হয়েছে রিক্সা নিয়ে। তবে তীব্র এই গরমের মধ্যে সুসংবাদ রয়েছে আবহাওয়া অধিদপ্তরের দু একদিনের মধ্যেই বৃষ্টি নামতে পারে বলে পূর্বাহাস দেয়া হয়েছে। তবে বৃষ্টির আগে যতক্ষণই গরম থাকবে তা বেশি তীব্র থাকবে বলে জানায় তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT