নগরীতে বুদ্ধি প্রতিবন্ধীর ধর্ষক গ্রেপ্তার নগরীতে বুদ্ধি প্রতিবন্ধীর ধর্ষক গ্রেপ্তার - ajkerparibartan.com
নগরীতে বুদ্ধি প্রতিবন্ধীর ধর্ষক গ্রেপ্তার

3:51 pm , May 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে প্রবেশ করে বুদ্ধি প্রতিবন্ধী তরুনীর ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ধর্ষককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এএসপি হাসান জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ধর্ষক রেফাউল ইসলাম লিটন (৩৩) নগরীর পূর্ব বগুড়া রোডের বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।
র‌্যাবের এএসপি হাসান জানান, গত ১২ মে নগরীর আমির কুটির এলাকার বাসায় বুদ্ধি প্রতিবন্ধী তরুনী কন্যাকে বাসায় একা রেখে মা কাজে যায়। বেলা পৌনে একটার দিকে লিটন ওই বাসায় আসে। লিটন নিজেকে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে। পরে বুদ্ধি প্রতিবন্ধী তরুনীকে ধর্ষন করে।
তরুনীর মা ঘরে এসে লিটনকে দেখতে পেয়ে পরিচয় জানতে চায়। তখন লিটন পালিয়ে যায়। এ ঘটনায় তরুনীর মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করে।
এএসপি জানান, চাঞ্চল্যকর ও আলোচিত এ ঘটনায় করা মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তথ্য প্রযুক্তির মাধ্যমে লিটনের অবস্থান বাকেরগঞ্জ এলাকায় শনাক্ত করে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে লিটনকে গ্রেপ্তার করেছে।
ধর্ষককে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে এএসপি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT