3:59 pm , May 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ একমাত্র বাতাসের আর্দ্রতা বেশি থাকায় বরিশালে মাত্র ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশ গরম অনুভূত হয়।
বৃহস্পতিবার সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তর ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সাথে বাতাসের আর্দ্রতা রয়েছে ৬৮ ভাগ।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সোহেল রানা জানান, বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অসহনীয় গরম বইছে। তবে ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বড় ধরনের ঝড়ের বিষয়ে এখন পর্যন্ত কোন কোন তথ্য নেই বরিশাল আবহাওয়া অফিসে।
এদিকে গেল দিনেও বরিশালে কিছুটা বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যেও গরম কমেনি। এজন্য রাতের বেলায় ঘুমাতে বেগ পেতে হয়। এমনি করে বেলা বাড়ার সাথে সাথে ভ্যাপসা গরমের কারণে কাজে নামলেও বিরতি দিতে হয়। সব মিলিয়ে স্বাভাবিক জীবনে ছেদ পড়ছে।