মেঘনা নদীর গলদা চিংড়ি রেনু পাচারকারীরা সক্রিয় মেঘনা নদীর গলদা চিংড়ি রেনু পাচারকারীরা সক্রিয় - ajkerparibartan.com
মেঘনা নদীর গলদা চিংড়ি রেনু পাচারকারীরা সক্রিয়

3:56 pm , May 23, 2024

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে প্রায় প্রতিরাতে কোটি টাকার গলদা চিংড়ি রেনু পাচার হয়।এই গলদা চিংড়ি রেনু পাচারকারী সিন্ডিকেট চক্রে রয়েছে ডজন খানেক মেঘনা নদীর দস্যু।
গত এক মাস ধরে মেঘনা নদীতে অবাধে শিকার করা হচ্ছে গলদা চিংড়ির রেনু পোনা।এ রেনু সাতক্ষিরা, খুলনা,যশোর সহ বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। এ নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। তখন উপজেলা সহকারী কমিশনার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নৌ-পুলিশ নিয়ে একটি অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, এ বিষয়ে আইন জেনে উপজেলা নির্বাচনের পরে ব্যবস্থা নেবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম জানান, গলদা চিংড়ির রেনু পাচার অবৈধ। অবৈধ রেনু পাচারের বিষয়টি আমাকে অনেকে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT