আইডিবি বরিশাল জেলা শাখার সংবাদ সম্মেলন আইডিবি বরিশাল জেলা শাখার সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
আইডিবি বরিশাল জেলা শাখার সংবাদ সম্মেলন

3:54 pm , May 23, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ডিগ্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনের সদস্যদের যুক্তিহীন বিরোধীতা ও বিদ্বেষমূলক কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় নগরীর ক্লাব রোডস্থ আইডিইবি ভবন কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইডিইবি বরিশাল অঞ্চলের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন জেলা আইডিইবির সভাপতি মো. হারুন অর  রশিদ। জেলা আইডিবির সাধারন সম্পাদক প্রকৌশলী মো. নাহিদ হোসেন তালুকদার এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার (অব:), আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি মোঃ ফজলুল হক সহ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও শিক্ষার্থীদের কারিগরি শিক্ষামুখী করা সহ সমাজে গ্রহনযোগ্যতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করে শিক্ষামন্ত্রালয় কর্তৃক  ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদান করার যে উদ্যোগ গ্রহন করেছে তা অবিলম্বে বাস্তবায়নের দাবী জানাই। তিনি বলেন, ডিগ্রী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরিশ্রমের ফল ভোগ করে আসলেও তারা কখনোই চায়না ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের সমমান পাক। তারা পরশ্রীকাতর, যুক্তিহীন বিরোধীতা ও বিদ্বেষী কার্যক্রম করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হয় সংবাদ সম্মেলনে। এসময় আইডিইবি কেন্দ্রীয় কমিটির নির্দেশিত আন্দোলন ও তাদের দাবী বাস্তবায়নের কর্মসূচির অংশ হিসাবে আগামী ২৭ মে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT