3:51 pm , May 22, 2024

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে মো. সালাহ উদ্দিন খান সেলিম (মটর সাইকেল প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. মনিরুজ্জামান মনির বই প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কলস প্রতীক নিয়ে আয়েশা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৭০ টি কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে ভোটারদের উপিস্থিতি ছিল কম। এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ছিলেন।