3:50 pm , May 22, 2024

মুলাদী প্রতিবেদক ॥ হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে মৎস্য প্রশাসন। গত মঙ্গলবার রাতে উপাজেলার গুয়াবাড়িয়া ও কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে এ রেনু পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান মুলাদী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও হিজলা নৌ-পুলিশ মেঘনা নদীতে যৌথ অভিযান চালায়। এসময় গলদা চিংড়ি রেনু পোনা ও পিএল ধরার ৩টি ট্রলার থেকে ৩ লাখ রেনু পোনা, ২২টি রেনু পোনা ধরার অবৈধ জাল, ৬ কেজি পাঙ্গাস পোনা, রেনু পোনা রাখার ৯টি পাতিল, ৪টি ড্রাম এবং ১ ড্রাম রাসায়নিক তরল জব্দ করা হয়েছে। অবৈধ জাল এবং রাসায়নিক তরল রাতেই পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধ জাল দিয়ে রেনু পোনা ধরা এবং বিষাক্ত রাসায়নিক তরল ব্যবহারের অভিযোগে ৪ জনকে আটক করা হয়। পরে হিজলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক প্রত্যেককে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা অন্যান্য মাছ এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং পাতিলসহ অন্যান্য মালামাল নিলামে বিক্রি করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ইয়াসীন সাদিক, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা নৌ পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো জাহাঙ্গীর আলম প্রমুখ।