3:48 pm , May 22, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগ থেকে অনুর্ধ্ব ১৪ বছর বয়সী ক্রিকেটার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। বুধবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার ষ্টেডিয়ামে এ কার্যক্রম শুরু হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় শুরু হওয়া কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই। বরিশাল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিভাগীয় পর্যায়ে স্ট্রাইকার ও লেগ স্পিনার বাছাই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের আসাদুজ্জামান খসরু। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মনজুরুল আহসান ফেরদৌস, বরিশাল জেলা জাহিদুল ইসলাম মিলন, প্রদীপ গাঙ্গুলি, মো. শফিকুল ইসলাম ও জেলা রেফারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়ালিউল ইসলাম অলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম। উদ্বোধন শেষে প্রশিক্ষণের জন্য স্ট্রাইকার ও লেগ স্পিনার হিসাবে ৩০ জন করে মোট ৬০ জন খেলোয়াড় বাছাই করে ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়।