4:02 pm , May 21, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ৫টি দোকানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে নগরীর বিভিন্ন বাজার, ঔষধের ফার্মেসি, মুুদি দোকান ও আলুু-পেয়াজের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকা, ফ্রিজে খাবার সংরক্ষণসহ নানা অভিযোগে ৫ টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের চালান রসিদ রাখার জন্য সতর্ক করাও হয়। কোরবানী ঈদে নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, ইন্দ্রানী দাস ও কোতয়ালী মডেল থানা পুলিশ।