3:59 pm , May 21, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ শুক্রবার ২৪ মে থেকে বরিশাল নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির বিশেষ পণ্য বিক্রি। রমজানে টিসিবির বিশেষ পণ্য বিতরণের পর এটি টিসিবির প্রথম কার্যক্রম। রমজানের বিশেষ পণ্য থেকে বাদ পড়েছে ছোলা,খেজুর ও চিনি। তাই পণ্য হিসাবে থাকছে ৩ টি পণ্য (সয়াবিন তেল,মশুর ডাল ও চাল)।
টিসিবির বরিশাল আঞ্চলিক অফিস প্রধান (সহকারী পরিচালক) শতদল মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার গ্রাহক পর্যায়ে পণ্য বিক্রি শুরু হবে। এর আগে ডিলারদের মাঝে পণ্য বিতরণ করা হবে। তিনি আরো বলেন, রমজানের পণ্য হিসাবে যথারীতি বাদ পড়েছে ছোলা ও খেজুর। আর সরবরাহ কম থাকার কারনে বাদ পড়েছে চিনি। তাই গ্রাহকরা এই ধাপে ৩ টি পণ্য পাবে। প্রতিকার্ডে পণ্যের মূল্য পড়বে ৪৭০ টাকা। প্রতি লিটার সয়াবিন তেল যথারীতি ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকায় পাওয়া যাবে।