হিজলায় চেয়ারম্যান দিপু-ভাইস চেয়ারম্যান মাহিম ও সেলিনা হিজলায় চেয়ারম্যান দিপু-ভাইস চেয়ারম্যান মাহিম ও সেলিনা - ajkerparibartan.com
হিজলায় চেয়ারম্যান দিপু-ভাইস চেয়ারম্যান মাহিম ও সেলিনা

3:57 pm , May 21, 2024

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আলতাফ মাহমুদ দিপু। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে প্রায় তিন হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত এ ভোটে হিজলা উপজেলায় ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আলতাফ মাহমুদ সিকদার দিপু, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম মাহিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা ইসলাম তুহিন নির্বাচিত।
চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাহমুদ দিপু ২৫ হাজার ২৫৮ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল ইসলাম রাজু ঢালী পান ২২ হাজার ৬৬২ ভোট।
হিজলা উপজেলা নির্বাচনের মোটর ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬২১ জন। ৪৯ টি কেন্দ্রে ভোট নেয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হয়েছে। এ উপজেলায় ৩৮.০৯ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT