ছাগল চড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যু ছাগল চড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যু - ajkerparibartan.com
ছাগল চড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে নারীর মৃত্যু

4:31 pm , May 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় নির্মানাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে ছাগল চড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে চার সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা পর বিক্ষুদ্ধ গ্রামবাসী ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি ঘর ভাংচুর করেছে। এছাড়াও রাস্তার পাশের গাছ কেটে ফেলে অবরোধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ, ইউনিয়ন চেয়ারম্যান এবং ওসি ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে শান্ত করেন।
মৃত নাজনীন বেগম (৩৫) ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা হেমায়েত ফকিরের স্ত্রী। আগৈলঝাড়া থানার ওসি আলম চাঁদ জানান, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুল্লশ্রী মোড়ে নির্মান করা হচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। সেখানে বেলা ১১ টার দিকে ছাগল চড়াতে যায় নাজনীন বেগম। ছাগলের রশি একটি রডে আটকে যায়। সেই রশি ছাড়াতে গেলে বিদ্যুতায়িত রড ধরে স্পৃষ্ট হয় নাজনীন বেগম। গৃহবধুর সাথে থাকা কন্যা চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ খবর পেয়ে বিক্ষুদ্ধ গ্রামবাসী গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। ইউএনও ফারিয়া তানজিনসহ তারা গিয়ে বিক্ষুদ্ধদের শান্ত করেন। পরে গাছ সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি আরো জানান, মৃতের পরিবারকে দাফন করতে উপজেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT