4:23 pm , May 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোধের প্রখরতা থাকলেও ১টার দিকে শুরু হয় বৃষ্টি। যা গুড়িগুড়ি আকারে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার বিকেল ৪ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বরিশালে ২২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। আগামী ২/৩ দিন বৃষ্টিপাত পর্যায়ক্রমে অব্যাহত থাকতে পারে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক বশির আহমেদ বলেন, আগামী ২২ মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল অঞ্চলের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে দমকা বাতাসও অব্যাহত থাকবে। তিনি বলেন, সাগরে যে লঘুচাপ সৃষ্টির কথা রয়েছে এই বৃষ্টিপাত তার কোন প্রভাব নয়। কারন লঘুচাপ সৃষ্টির বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলা হয়নি। আগামী ২৫ মে পর্যন্ত বরিশালে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। তবে এর পাশাপাশি রোদেরও দেখা মিলতে পারে। সোমবার দুপুরে বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত কয়েকদিন ধরে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরমে জনজীবনে স্বস্তি ছিলো না। কিন্তু গতকালকের বৃষ্টির পর নগর জীবনে অনেকটা স্বস্তি নেমে এসেছে।