অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত লিচুতে সয়লাব বরিশালের বাজার অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত লিচুতে সয়লাব বরিশালের বাজার - ajkerparibartan.com
অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত লিচুতে সয়লাব বরিশালের বাজার

4:21 pm , May 20, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আসি আসি করছে স্বাদে ভরা লিচুর মৌসুম। কিন্তু উপযুক্ত সময়ের আগেই বাজার ভরে গেছে অপরিপক্ক টক লিচুতে। লালচে গোলাপি ও কিছুটা সবুজ রঙের লিচুগুলো পরিপক্ব হয়ে বাজারে আসতে এখনো ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগার কথা। অতি মুনাফার আশায় আগেই নিয়ে আসা হয়েছে এ লিচু। বরিশালের পাইকারী থেকে শুরু করে খুচরা ফলের বাজার সয়লাব এসব অপরিপক্ক লিচুতে। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে তারা এ বিষয়ে সজাগ রয়েছে। প্রয়োজনে লিচুর বাজারে অভিযান পরিচালনা করবে তারা। তথ্য সুত্রে জানা গেছে,বাজারজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বারোয়ারি জাতের লিচু। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাজার ছেয়ে যাবে আগাম জাতের মাদ্রাজি ও বোম্বাই লিচুতে। এর ঠিক পরেই আসবে চায়না থ্রি ও বেদেনা জাতের লিচু।
রবি ও সোমবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাজার থেকে শুরু করে অলিগলি সর্বত্র মৌসুমি ফল বিক্রেতারা অস্থায়ী দোকানে বারোয়ারি জাতের লিচু বিক্রি করছেন। এমন কোনো এলাকা নেই যেখানে রাস্তায় লিচু বিক্রি হচ্ছে না। সেই সঙ্গে দামও বেশ চড়া। কিছু কিছু দোকানি দাবি করছেন, এগুলো বোম্বাই লিচু। বারোয়ারি জাতের এসব লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। যেসব লিচুকে বোম্বাই লিচু বলা হচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা।
তবে যারা কিনেছেন তারা তাদের খারাপ অভিজ্ঞতার কথাও বর্ণনা করছেন। তারা বলছেন, এখনকার লিচুগুলো টক, দেখতেও পরিপূর্ণ গোলাপী লাল নয়, সবুজ সবুজ ভাব রয়ে গেছে লিচুগুলোর। অন্যদিকে লিচু বিক্রেতারা বলছেন, আগে ওঠা লিচু কিছুটা টক তবে খেতে খারাপ না। বাজারে মূল ভাল মানের আসতে এখনও ৭ থেকে ১০ দিন সময় লাগবে।
নগরীর ফলপট্টি থেকে সোমবার দুপুরে ৩৮০ টাকায় ১০০ পিস বারোয়ারি জাতের লিচু কিনেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা সজিব। তিনি বলেন, এখনো যেহেতু লিচুর মূল সময়টা আসেনি তাই বাজারের এসব লিচুগুলো অপরিপক্ব, খেতে টক হবে। এগুলো বুঝেও বেশি দামেই আগাম লিচু কিনলাম। বাসায় ছোট বাচ্চা আছে। মূলত তাকে নতুন ফলের স্বাদ নেওয়াতেই  অপরিপক্ক এ লিচু কিনতে হলো।
নগরীর বগুড়া রোড এলাকায় অস্থায়ীভাবে ভ্যানে করে লিচু বিক্রি করছিলেন ফল বিক্রেতা  জসিম। তিনি বলেন, এগুলো বারোয়ারি জাতের আগাম লিচু। এগুলো খেতেও খারাপ না, মিষ্টিই আছে। তবে কিছু কিছু টকও লিচু আছে। পরিপক্ব লিচু বাজারে আসতে এখনও ৭ থেকে ১০ দিন সময় লাগবে। আমরা বারোয়ারি জাতের এই লিচু মানভেদে ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি করছি। আর কিছু বোম্বাই লিচু আছে যেগুলো ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে নতুন লিচু এসেছে, সে কারণে তাদের আগ্রহ আছে, ভালোই বেচাকেনা চলছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বাজারে অপরিপক্ক লিচু এসেছে এ তথ্য আমাদের কাছেও রয়েছে। তবে আমাদের প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা আছে। তারপরও এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT