3:47 pm , May 19, 2024

উপজেলা পরিষদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ॥ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে হিজলা ও মুলাদী উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল রোববার থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই দুটি উপজেলার রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ গড়াই। রোববার বিকেলে তিনি আজকের পরিবর্তনকে বলেন, নির্বাচন শান্তিপূর্ন করার লক্ষে হিজলা ও মুলাদী উপজেলায় ২ প্লাটুন করে মোট ৪ প্লাটুন বিজিবি মোতায়ের করা হয়েছে। তারা রোববার থেকেই দায়িত্ব পালন শুরু করেছে। ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে হিজলা ও ও মুলাদী উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।