ঝালকাঠিতে অনলাইন জুয়া ও মাদকে ধ্বংস হচ্ছে যুবসমাজ ঝালকাঠিতে অনলাইন জুয়া ও মাদকে ধ্বংস হচ্ছে যুবসমাজ - ajkerparibartan.com
ঝালকাঠিতে অনলাইন জুয়া ও মাদকে ধ্বংস হচ্ছে যুবসমাজ

4:23 pm , May 18, 2024

ঝালকাঠী প্রতিবেদক ॥ ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাড়ৈয়ারা গ্রামে জুয়া ও মাদকের আড্ডা অপ্রতিরোধ্য হয়ে পড়েছে। ১৫ বছর থেকে শুরু করে ৪০ বছর বয়সী অনেকেই নেশায় আসক্ত। সরেজমিনে গিয়ে দেখা যায়, নথুল্লাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাড়ৈয়ারা গ্রামে ১৫ থেকে ৩৫ বছরের যুবক ও কিশোর দল বেধে বিছানা বিছিয়ে ১৫/২০ জনের দলে বিভক্ত হয়ে বাজি ধরে তাস ও নানা রকম গেমস খেলছে। সঙ্গে চলছে মাদক সেবন। আবার এদের মধ্যে কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন অভিভাবক জানান, ছেলেরা দিন-রাত জুয়া খেলছে এবং মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমরা বাধা দিয়েও ঠেকাতে পারছি না বরং আমাদের নানা রকম হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। সন্তান মা-বাবার অবাধ্য হয়ে গেছে। আমাদের সন্তানদের মতো আরো অনেকে এ ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়ছে। তারাও বাবা-মায়ের কথা শুনছে না।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ সব সময় মাদক ও জুয়ার বিরুদ্ধে কাজ করছে। যেসব এলাকায় জুয়া ও মাদকের আড্ডা বসে এরকম ঘটনার খবর পেলে সেখানে পুলিশ পাঠানো হয়। নথুল্লাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাড়ৈয়ারা গ্রামের ঘটনার সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT