দ্বিতীয় দফার ভোটে মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্র ঝুকিপূর্ন দ্বিতীয় দফার ভোটে মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্র ঝুকিপূর্ন - ajkerparibartan.com
দ্বিতীয় দফার ভোটে মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্র ঝুকিপূর্ন

4:02 pm , May 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ফলে হিজলার ৪৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯টি এবং মুলাদী উপজেলার ৭২টি কেন্দ্রের মধ্যে ৫৪টি অতি গুরুত্বপূর্ণের তালিকায় রয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে থাকবে বিশেষ পুলিশী নিরাপত্তা ব্যবস্থা।
বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, দুই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে নির্ধারিত আছে ১৪শ পুলিশ। এছাড়া থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), নৌ পুলিশ, আনসার, কোস্টগার্ডের পাশাপাশি অন্তত ৪০টি মোবাইল টিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT