শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ ল্যাপটপ চুরি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ ল্যাপটপ চুরি - ajkerparibartan.com
শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ ল্যাপটপ চুরি

4:01 pm , May 16, 2024

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫ টি ল্যাপটপ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ মে বুধবার দিবাগত রাতে। বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ মে বৃহস্পতিবার ভোরে চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ রাব্বি ঘুম থেকে জেগে দেখতে পান তার রুমের দরজা বাইরে থেকে বন্ধ। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় গিয়ে দেখেন শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার তালা ভাঙ্গা। ভেতরে গিয়ে দেখেন ১৫ টি ল্যাপটপ নেই। তাৎক্ষণিক  বিষয়টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম কে অবহিত করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম বলেন, সকাল ৬ টার দিকে বিদ্যালয়ের নৈশ প্রহরীর মাধ্যমে জানতে পারি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৫টি ল্যাপটপ চুরি হয়েছে। তাৎক্ষণিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস কে অবহিত করি। পরে সভাপতির সাথে আলাপ করে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান কে বিষয়টি অবহিত করা হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস জানান, চুরির ঘটনা আমাকে প্রধান শিক্ষক টেলিফোনে অবহিত করেছেন। তবে ঘটনার দিন রাতে বিদ্যালয়ের হলরুমে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা চলছিল যা প্রধান শিক্ষক আমাকে অবহিত না করেই অনুমতি দেন। বিষয়টি কোনভাবেই সমর্থন যোগ্য নয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT