4:18 pm , May 15, 2024

উজিরপুর প্রতিবেদক ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমান ইকবাল দু’জনই আবুল হাসানাত আব্দুল্লাহকে সমর্থনকারী হিসাবে উপস্থাপন করছেন কর্মীসভায়। অপর প্রার্থ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সুখেন্দু শেখর বৈদ্যও মাঠ চষে বেড়াচ্ছেন। ফলে এখানকার আওয়ামী লীগ তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে। বরিশাল জেলা পরিষদ সদস্য উপজেলা আ.লীগের সহ সভাপতি অশোক হালদার উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবাত উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন শিপু, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক উত্তম হালদার , দপ্তর সম্পাদক আজিজ সিকদার, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ওটরা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক রাঢ়ীসহ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর অসিম ঘরামী, উজিরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, উজিরপুর দূর্নীতি দমন কমিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ আশোক রায় চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি তাপস রায়, কাউন্সিলর খবির উদ্দিন, হাকিম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রবিউল তালুকদার, শোলক ইউনিয়ন আওয়ামী সভাপতি কাজী হুমায়র কবির, সম্পাদক জামাল হোসেন, শিকারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আ: রহিম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, পরান কৃষ্ণ সাহা, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি নান্নু সিকদার, জাকির মাহমুদ ফরিদ, জল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি সমির মজুমদার সাধারন সম্পাদক জহর লাল, সাবেক ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর পুত্র ছাত্র নেতা অচিন্ত বাড়ৈ, বড়াকোঠা ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন অর রশিদ, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দস সালাম সম্পাদক মনিরুল ইসলাম, যুবলীগ নেতা সাবেক মেম্বর জাকারিয়া, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আল্লামা ইকবাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জায়দুল ইসলাম মিঠু, হারিসুর রহমান, উপজেলা মেম্বর এসোসিয়েশন সভাপতি আশ্রাব আলী, সাধারন সম্পাদক ছাত্রনেতা মাইনুল ইসলাম, সাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিয়া, উপজেলা আ’লীগের সদস্য ইদ্রিস সরদার, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: ছত্তার মোল্লা, সাধারন সম্পাদক মিন্টু সরদারের সাথে ওই ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা প্রকাশ্যে মাঠে নেমেছেন। এ ছাড়াও হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান ডা. হরেন রায়, ছাত্র নেতা মিন্টু মজুমদার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র পক্ষে মাঠে রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ ও জাপার নেতা কর্মীরা অব্দুল মজিদ সিকদার বাচ্চু’র পক্ষে সক্রিয় ভাবে মাঠে কাজ করছেন। অপর দিকে হাফিজুর রহমান ইকবালের পক্ষে কয়েকজন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা প্রকাশ্যে মাঠে রয়েছেন। সুখেন্দু শেখর বৈদ্য’র পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ভাবে মাঠে রয়েছেন। সব মিলিয়ে ৩ প্রার্থীর মধ্যে উপজেলা আ’লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র পাশে সব চেয়ে বেশী সংখ্যক উপজেলার বিভিন্নস্তরের আ’লীগের নেতাকর্মীরা পাশে রয়েছেন।