মেঘনা নদীতে অবৈধভাবে চিংড়ি রেনু ও পাঙ্গাস মাছের পোনা শিকারীসহ আট জনকে জরিমানা মেঘনা নদীতে অবৈধভাবে চিংড়ি রেনু ও পাঙ্গাস মাছের পোনা শিকারীসহ আট জনকে জরিমানা - ajkerparibartan.com
মেঘনা নদীতে অবৈধভাবে চিংড়ি রেনু ও পাঙ্গাস মাছের পোনা শিকারীসহ আট জনকে জরিমানা

4:14 pm , May 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলা উপজেলার মেঘনা নদী থেকে গলদা চিংড়ি রেনু, লার্ভা, ও পাঙ্গাস মাছের পোনা শিকারের দায়ে আটক চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত হিজলা উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে চার রেনু শিকারী আটক হয়। এ সময় তিনটি ট্রলার থেকে উদ্ধার করা হয় গলদা চিংড়ির তিন লাখ রেনু, ২২ টি রেনু পোনা ধরার অবৈধ জাল, ৬ কেজি পাঙ্গাশের পোনা মাছ ও রেনু পোনা ধরার ৯ টি পাতিল ও ৪টি ড্রাম। এছাড়া এক ড্রাম রাসায়নিক তরল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এছাড়াও বুধবার কারেন্ট জালসহ আটক ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে রেনু সংগ্রহের সময় চার শিকারীকে আটক করা হয়। তারা হিজলা উপজেলার ওরাকল এলাকার বেল্লাল, সেকলুর, শফিকুল ইসলাম ও মো. সুজনকে। এদের কাছ থেকে রেনু, লার্ভা ও মাছের পোনাসহ সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
পরে আটক শিকারীসহ রেনু ও পোনাসহ সরঞ্জামাদী ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
মৎস্য কর্মকর্তা আলম বলেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইয়াসীন সাদেক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
উদ্ধার করা চিংড়ি রেনু ও লার্ভা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। পাঙ্গাস মাছের পোনা মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়েছে। পাতিলসহ অন্যান্য সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হবে। এছাড়া অবৈধ জাল ও রাসায়নিক দ্রব্যেবাহী ড্রাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এদিকে বুধবার হিজলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লক্ষিপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে বুধবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
বুধবার হিজলা উপজেলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লক্ষিপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটক ৪ জনকে ২২ হাজার টাকা জরিমান করা হয়। পাশাপাশি জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT