উজিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার উজিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার - ajkerparibartan.com
উজিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

3:55 pm , May 14, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে তৃতীয় শ্রেণিতে পড়–য়া স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলার আসামী বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায় লে. কর্নেল কাজী যুবায়ের আলম।  গ্রেপ্তার হওয়া আসামীরা হলো : তাওহীদ হাওলাদার (৩০) ও বাবা সুলতান হাওলাদার (৫০)। তারা উজিরপুর পৌরসভার মাদারশী এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা। গত ৩ মে সুলতান হাওলাদারের একতলা ভবনের সিড়ি কোঠার আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ৯ বছর বয়সী শিশু তামান্না আক্তারের লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে স্কুলছাত্রীর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে গত ৭ মে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে শিশুর মা তানজিলা বেগম বাদী হয়ে মামলা করে। মামলায় ধর্ষক তাওহীদসহ তার বাবা সুলতান হাওলাদার, মা নাজনিন বেগম, বোন সুমি আক্তার ও সিমু আক্তারকে আসামী করে। বিচারক মো. ইয়ারব হোসেন আনা অভিযোগ তদন্ত করে উজিরপুর মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ  দেন।  র‌্যাব অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার আমির হোসেন ফকিরের কন্যা তামান্নাকে গত ২ মে উজিরপুরের মাদারশী এলাকার বাসায় বেড়াতে নিয়ে যাওয়া হয়। পরদিন ৩ মে শিশুকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করে তাওহীদ হাওলাদার। এলাকার লোকজন যেনো জানতে না পারে এ জন্য শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর সিড়ি কোঠায় আড়ার সাথে ঝুলিয়ে রাখে। আসামীরা সুকৌশলে পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শিশু আত্মহত্যা করেছে প্রচার করে পরিবারকে জানায়।
তামান্নাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী জড়িতদের বিচার দাবীতে শিশুর শিক্ষা প্রতিষ্ঠান আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে।
আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনায় র‌্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফরিদপুরের চুনাঘাট বাজার এলাকায় আসামীদ্বয়ের অবস্থান সনাক্ত করে। র‌্যাব-৩ ও র‌্যাব-১০ এর সহায়তায় দুই জনকে গ্রেপ্তার করা হয়। আসামীদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT