4:26 pm , May 13, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ে শুরু হচ্ছে দুদিনব্যাপী বৈশাখী নারী উদ্যোক্তা মেলা। ১৩ মে দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া । এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর ড. আব্দুল কাইউম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ^াস, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সাধারণ সম্পাদক নাদিম মল্লিকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় থাকছে ১৬টি স্টল । মেলা ১৪ মে থেকে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে।