4:24 pm , May 13, 2024

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্ধারিত দিনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনায় নেমেছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বাসুদেব সরকার জানান, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস) এবং যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ), মো. জসীম উদ্দিন সরদার (মাইক), মো. সবুজ আকন (টিউবওয়েল), সাহাবুদ্দিন মোল্লা (তালা), সঞ্জয় বাড়ৈ (চশমা)।
নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায় (প্রজাপতি), হাফিজা ইয়াসমিন (ফুটবল), পবিত্র রাণী রায় (কলস), মনিকা সরকার (হাঁস)। তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে।