4:23 pm , May 13, 2024

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও শাখা নদীতে বাগদা রেনু ধরা ও পাচারের মহা উৎসব চলছে।
প্রতি বছরের ন্যায় এ বছর বৈশাখ মাসের শুরুর দিকে মেঘনা নদীজুড়ে বাগদা রেনু ধরা ও পাচার শুরু হয়েছে। ছোট ছোট নৌকা দিয়ে নদীর কিনারায় নেট জাল দিয়ে এ রেনু পোনা ধরা হয়।একটি সিন্ডিকেট বাহিনীর মাধ্যমে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এসব পোনা।
উপজেলার মেঘনা নদীজুড়ে রয়েছে রেনু ব্যবসার সাথে জড়িত স্থানীয় একটি সিন্ডিকেট বাহিনী। রেনু পাচার চক্রের প্রধান হোতা জসিম সরদার বিভিন্ন দপ্তর ম্যানেজ করে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। চক্রের দস্য পরান ভূঁইয়া বলেন, আমার এরিয়ায় প্রতিদিন প্রায় ৫ হাজার থেকে ৮ হাজার পিস বাগদা রেনু পোনা ধরা হয়। এ রেনু হিজলা উপজেলার জসিম সরদারের কাছে বিক্রি করে দেই।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে বাগদা রেনু শিকারের জাল পোড়ানো হয়েছে। রাতে আমাদের টিম নদীতে ডিউটি করে।সামনে পড়লে আটক করবো।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বে-আইনীভাবে শিকার করলে আইনগত ব্যবস্থা নেব।