4:20 pm , May 13, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ গতকাল সকাল ১০টায় ডিআইজি মোঃ জামিল হাসান এর সভাপতিত্বে বরিশাল রেঞ্জের এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পর্যালোচনা সভায় ডিআইজি বরিশালের অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা পূর্বক পুলিশ সুপারদের প্রয়োজনীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসের রেঞ্জের শ্রেষ্ঠ বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম এবং মামলা তদারকিতে বিশেষ পুরস্কার মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল, বরিশালসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।