বরিশালের দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ বরিশালের দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - ajkerparibartan.com
বরিশালের দুই উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

4:18 pm , May 13, 2024

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে

নিজস্ব প্রতিবেদক ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশালের দুটি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন। এরা হলেন: আনারস প্রতীকের আব্দুর রইচ সেরনিয়াবাত ও দোয়াত কলম প্রতীকের যতীন্দ্রনাথ মিস্ত্রী। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি। আগৈলঝাড়া উপজেলায় ৫ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৩৩ জন।  এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬৫৮ জন আর নারী ভোটার ৬৬ হাজার ৪৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬০ টি। বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়ছেন মো. মনির হোসেন, মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন মো. হারিছুর রহমান এবং আনারস প্রতীক নিয়ে লড়ছেন সৈয়দা মনিরুন নাহার মেরী। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গৌরনদী উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন।  এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৮৯৪ জন আর নারী ভোটার ৮৬ হাজার ৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬৯ টি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT