4:12 pm , May 11, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ থানা থেকে কনষ্টেবলের চুরি হওয়া মোটর সাইকেল আরেক কনষ্টেবলের শ্বশুর বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। গত ৮ মে বাকেরগঞ্জ থানা থেকে মোটর সাইকেল চুরি হয়। ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ বলেন, এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। সিসি টিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
অভিযুক্ত কনষ্টেবল হলেন. মো. রাজীব বরিশাল জেলা পুলিশের কনষ্টেবল হিসেবে প্রেষনে রেঞ্জ ডিআইজি অফিসের অফিসে আর্দালী পদে কর্মরত রয়েছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, কনষ্টেবল রাজীব গত ৮ মে নির্বাচনের দায়িত্ব পালন করতে বাকেরগঞ্জ যায়। সে হেলমেট পড়ে থানার গ্যারেজে থাকা কনষ্টেবল সাইফুল ইসলামের মোটর সাইকেল চুরি করে। পরে ওই মোটর সাইকেল পটুয়াখালীতে শ্বশুর বাড়িতে রেখে আসে। বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কনষ্টেবল রাজীবকে আটক করে। পরে পটুয়াখালী থেকে মোটর সাইকেল উদ্ধার করেছে।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো। মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।