ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে হালিমা খাতুন স্কুলের শিক্ষক বরখাস্ত ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে হালিমা খাতুন স্কুলের শিক্ষক বরখাস্ত - ajkerparibartan.com
ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে হালিমা খাতুন স্কুলের শিক্ষক বরখাস্ত

4:08 pm , May 11, 2024

শিক্ষক বললেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক মাইদুল ইসলামকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহন করা হয়।গতকাল শনিবার বিষয়টি জনসম্মুখে আসলে নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মে স্কুলটির ষষ্ঠ শ্রেনীতে ডিজিটাল প্রযুক্তি ক্লাশ নিতে যান ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক মাইদুল ইসলাম। ক্লাশ নেয়ার একপর্যায় তিনি এক ছাত্রীর গায়ে আপত্তিকরভাবে হাত দেন। এবং স্বামীকে কিভাবে সন্তুষ্ট রাখতে হয় সেই ব্যাপারে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষককে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটি অভিযোগের সত্যতা পেলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক এস এম ফকরুজ্জামান বলেন, অভিযুক্ত মাইদুল ইসলাম একজন খন্ডকালিন শিক্ষক।তার বিরুদ্ধে এর আগেও ছাত্রীদেরকে কোচিং করতে বাধ্য করার অভিযোগ পাওয়া যায়। তখনও তাকে সতর্ক করা হয়। এবার শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।তবে অভিযোগকারী শিক্ষর্থীর পরিবার চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মাহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। শ্রেনী কক্ষে সিসি ক্যামেরা রয়েছে। বিদ্যালয়ের ওয়েব সাইটে ক্লাসের সময় দেয়া আছে। সেই সময়ের সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই প্রমান হবে।
তিনি আরো বলেন, তাকে ৯ মে বরখাস্ত করার কথা বলা হয়েছে। বরখাস্ত করলে তো ছুটি দেয়া যায় না। তার বাবা অসুস্থ। তার চিকিৎসার জন্য ছুটি নিয়েছেন। নিয়ম অনুযায়ী আবেদন করার পর তাকে ছুটি দেয়া হয়েছে। এ থেকে বোঝা যায়, একটি মহল ষড়যন্ত্র করছে।
শিক্ষক মাইদুল ইসলাম বলেন, আমার বাবা সুস্থ হলেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT