হারিছুরকে প্রধান আসামী করে মামলা হারিছুরকে প্রধান আসামী করে মামলা - ajkerparibartan.com
হারিছুরকে প্রধান আসামী করে মামলা

3:15 pm , May 10, 2024

চেয়ারম্যান পিকলুকে কুপিয়ে আহত করার ঘটনায়

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ও তার দুই সমর্থক পলাশ ও মামুনকে কুপিয়ে জখম করার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( সাবেক পৌর মেয়র) ও আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানকে প্রধান আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে গৌরনদী মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (০৯ মে) ইউপি চেয়ারম্যানের মা তাপসী রাণী গুহ বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন।
মামলার বাদী তাপসি রাণী গুহ বলেন, এরআগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিলো। ওই মামলায় হারিছুর রহমানকে ৩০ নম্বর আসামী করা হয়েছিলো। আমি ছেলের চিকিৎসার জন্য ঢাকায় ছিলাম। পরবর্তীতে মামলার কপি হাতে পেয়ে দেখি অনেক আসামী বাদ পড়েছে এবং যারা ঘটনার সাথে জড়িত ছিলোনা তাদের আসামী করা হয়েছে।
এজন্য ঘটনার মূলহোতা হারিছুরকে ১ নম্বর আসামী করে এবং ঘটনার সাথে যারা জড়িত ছিলোনা তাদের বাদ দিয়ে আদালতে মামলা দায়ের করেছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT