4:24 pm , May 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নমিনেশন দাখিল করেছেন সাবেক জননন্দিত নারী নেত্রী বার বার নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
বৃহস্পতিবার(৯ মে) তিনি চেয়ারম্যান পদে নমিনেশন দাখিল করেছেন।
জানাগেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বেইজ কমান্ডার বাবুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান শহীদ আব্দুল ওহাব খানের কন্যা,অত্যন্ত সদালাপি শিক্ষানুরাগী,বাবুগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব দলমত নির্বিশেষে বাবুগঞ্জ উপজেলার আপামর জনগোষ্ঠীর জন্য ব্যাপক কাজ করে প্রশংসিত হয়েছেন।তিনি প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে বরিশাল জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড,মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের মন জয় করতে সক্ষম হয়েছেন।
ফারজানা বিনতে ওহাব এর প্রচেষ্টায় বাবুগঞ্জে ২০টি বক্স কালভার্ট ও ৩টি গার্ডার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে।এছাড়াও ১ কোটি ৮০ লক্ষ টাকায় পাঁচটি ব্রিজের টেন্ডার সম্পন্ন হয়েছে। আরো ২৩ টি ব্রিজের ই টেন্ডার সম্পন্ন হবে। তার আমলে ১৫ থেকে ১৮ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে ফারজানা বিনতে ওহাব বলেন, এটা আমার ক্ষুদ্র মানুষের জন্য একটি বড় অর্জন। আমি প্রথম প্রায় ৪০ টি সাইট এর নাম দেই, সেগুলো সব পিআইও অফিসের টেকনিক্যাল পার্সনরা ভিজিট করেন।
আমার প্রচেষ্টায় চাঁদপাশা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খানের বাড়ির খালের উপর কালভার্ট নির্মিত হয়েছে।
চাঁদপাশা ময়দানের হাট সংলগ্ন চৌকিদার বাড়ির সামনের রাস্তায় কালভার্ট নির্মাণ, রহমতপুর ৩নং ওয়ার্ডে বাবুল হাওলাদারের বাড়ির সামনে খালের উপর কালভার্ট নির্মাণ,মাধবপাশা ইউনিয়নে মুসুরিয়া গ্রামে মজিদ খানের বাড়ির খালের উপর কালভার্ট নির্মাণ, মাধবপাশা ইউনিয়নে চাচরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কালভার্টের টেন্ডার সম্পন্ন হয়েছে।
এছাড়াও উপজেলা পরিষদের বরাদ্দের সীমাবদ্ধতা থাকার পরও এডিপি সহ সকল নিয়মিত বরাদ্দের প্রকল্পের তালিকা তিনি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দেন যাতে তার সুনাম তার রয়েছে। তিনি জেলাপরিষদ সদস্য থাকাকালীন তার সকল বরাদ্দ সুষম বন্ঠন করেছেন। যার কাজ ও কাজের ফলক ৬টি ইউনিয়নে এখনো বিদ্যমান রয়েছে।
ফারজানা বিনতে ওহাব বলেন, বাবুগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত একটি উপজেলা হিসেবে গড়ে তুলে সাধারন মানুষের সেবা করে যেতে চাই।