4:22 pm , May 9, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় ছোট ভাইয়ের জমি ও চলাচলের রাস্তা দখল করে সিটি কর্পোরেশনের প্লান না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। নগরীর জুমির খান সড়কে ঘটা এই ঘটনায় ছোট ভাই অভিযোগকারী মো. আরিফুর রহমান উজ্জলকে প্রতিবাদ করায় বেদম মারধর করেছে অভিযুক্ত বড় ভাই আনিসুর রহমান খোকন বলে জানা গেছে। এ বিষয়ে গত ৬ এপ্রিল অবৈধ এই ভবন নির্মাণ কাজ বন্ধ করা সহ প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ জানিয়েছে ছোট ভাই। ঘটনা ঘটার পর প্রাথমিকভাবে স্থানীয় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলরসহ সংরক্ষিত কাউন্সিলর উভয়ের কাছে অভিযোগ জানানো হলেও নানা বাহানায় তারা প্রতিকারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানিয়েছে অভিযোগকারী। সিটি কর্পোরেশনে দেয়া লিখিত অভিযোগে জানা যায়, পৈত্রিক সূত্রে নগরীর ১৩ নং ওয়ার্ডের জুমির খান সড়কে ১৮.৫ শতাংশ জমির মালিক অভিযোগকারী উজ্জ্বল সহ তার ভাইয়েরা। উক্ত জমি তাদের চার ভাইয়ের মধ্যে ভাগবাটোয়ারার পর উজ্জ্বল সাড়ে চার শতাংশ জমির মালিক হিসেবে বসবাস করছেন দীর্ঘদিন। ছয় মাস আগে তার বড় ভাই আনিসুর রহমান খোকন নিজের জমিতে চারতলা ভবনের প্ল্যান করে নির্মাণ কাজ শুরু করেছেন। পার্শ্ববর্তী জমির মালিক ছোট ভাই উজ্জলের জমিতে এসময় নির্মাণ সামগ্রী রেখে ভবনের কাজ শুরু করেন। বর্তমানে সেখানে দুই তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এই নির্মাণ কাজে সিটি কর্পোরেশনের প্লান বহির্ভূতভাবে ছোট ভাই অভিযোগকারী উজ্জলের অংশে দুই ফুট ভিতরে এসে ভবনটি নির্মাণ করেছেন তিনি। ১৪০০ স্কয়ার ফিট প্লানে থাকলেও সেখানে ১৭০০ স্কয়ার ফিট আয়তনের ভবনটি নির্মাণ করেছেন ।এছাড়া তাদের সকলের চলাচলের ৬ফুট রাস্তার পিলার অতিক্রম করে এখন ভিতরে চলে এসেছেন বলেও জানা যায় অভিযোগে। এ নিয়ে উজ্জ্বল সহ তার অন্যান্য ভাইয়েরা প্রতিবাদ করলে তিন দিন আগে অভিযুক্ত বড় ভাই আনিসুর রহমান খোকন ছোট ভাই উজ্জলকে মারধর করে বলে জানিয়েছে অভিযোগকারী। মারধরের পর স্থানীয় সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর উভয়কে বিষয়টি জানানো হলে প্রতিকারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো বড় ভাই খোকন তার বিরুদ্ধে অভিযোগ দেয়ায় উজ্জলকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মারধরের ও প্রান নাসের হুমকি দিয়ে আসছে। তাই এই বিষয়ে প্রতিকার চেয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছোট ভাই আরিফুর রহমান উজ্জ্বল।