4:34 pm , May 8, 2024

পটুুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালির বাউফল উপজেলার বিল বিলাস গ্রামে তাকিয়া ১৯ নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়।
গত ৯ মাস আগে পারিবারিকভাবে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের হোসেন হাওলাদারের মেয়ে তাকিয়ার সাথে একই উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিল বিলাস গ্রামের ফজলু গাজীর ছেলে মিরাজ গাজীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই যৌতুকের টাকার জন্য চাপ দিতে শুরু করে বলে জানান তাকিয়ার ভাই। এক পর্যায় গত ৭ই মে মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকিয়ার স্বামী মিরাজ গাজী তাকে মারধর করে। এতে তাকিয়া বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে তার স্বামীর বাড়ির লোকজন বাউফল সরকারি হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাউফল থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে ।