3:55 pm , May 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলা উপজেলার একটি দোকান থেকে ৬ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে একটি দল ওই জাল উদ্ধার করে। জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার মেঘনা নদীর তীরের একতা বাজারের আমির দেওয়ানের দোকানে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল মজুদ করা হয়েছে। এ অভিযোগে হিজলা নৌ-পুলিশের একটি দল নিয়ে বিকেলে ওই দোকানে অভিযান করেন। এ সময় দোকানের গুদাম থেকে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়েছে।