আগৈলঝাড়ার ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ার ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
আগৈলঝাড়ার ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

3:55 pm , May 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ভেজাল বিরোধী অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে শান্তি রঞ্জন মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ পাওয়ায় সাকিল ফার্মেসীকে ৩ হাজার টাকা, রায় মেডিকেলকে ৪ হাজার টাকা, প্রমিলা ফার্মেসীকে ৪ হাজার টাকা, পলাশ মেডিকেল হলকে ১ হাজার টাকা, অসীম মেডিসিন হাউজকে ১২ হাজার টাকা, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যে তালিকা না থাকার অপরাধে মুদি দোকানের মালিক মানিক দাসকে ১ হাজার টাকা, মামুন ফল ভান্ডারকে ২ হাজার টাকা, দীপক বৈরাগীকে ২ হাজার টাকাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT