মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোনালীকে শোকজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোনালীকে শোকজ - ajkerparibartan.com
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোনালীকে শোকজ

3:54 pm , May 7, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গত ৫মে রবিবার উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক এ শোকজ নোটিশ প্রদান করেন। নোটিশে ইসরাত জাহান সোনালীর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ২৪ ঘন্টার মধ্যে তার কারন দর্শাতে বলা হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনি উপজেলার কীর্ত্তিপাশা বাজারের বিভিন্ন বৈদ্যুতিক খুটি, দোকান ও ধর্মীয় উপাসনালয়ের দেয়ালসহ একাধিক স্থানে আপনার নাম-প্রতীক সম্বলিত পোষ্টার আঠা দিয়ে লাগিয়েছেন। শোকজ নোটিশ স্বাক্ষরকারী সরেজমিন পরিদর্শনকালে বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে ও এর প্রমান হিসাবে ছবি ও ভিডিও সংরক্ষিত রয়েছে। আপনার এহেন কর্মকান্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৮ (৮) এর সুষ্পষ্ট লংঘন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT