3:53 pm , May 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক শহিদুল ইসলাম তাঁর দপ্তরের দ্বিতীয় তলায় এই বুথ এর উদ্বোধন করেন। এর আগে তাঁর ভবনের নিচতলায় সর্বজনীন পেনশন রেজিষ্ট্রেশনে আগ্রহীদের জন্য হেল্পডেক্স উদ্বোধন করেন।
সামাজিক সুরক্ষা নাগরিকের অধিকার। বর্তমান সমাজকল্যাণবান্ধব সরকার বিশেষ পরিকল্পনা ও নীতির আলোকে রাষ্ট্র পরিচালনা করছে। আমৃত্যু পেনশন ব্যবস্থা চালু করার জন্য সরকারের এই উদ্যোগ। এ উদ্যোগে অংশ নিতে পারবেন দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক। একজন অংশগ্রহণকারী ধারাবাহিকভাবে ১০ বছর চাঁদা প্রদান করলে মাসিক পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্ণ হলে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে।
সরকারের এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। এরমধ্যে সর্বজনীন পেনশন বিষয়ে সভা, সমাবেশ, পেনশন মেলা বাস্তবায়ন করে আসছে।