বিষখালী নদীতে হঠাৎ তীব্র ভাঙ্গন বিষখালী নদীতে হঠাৎ তীব্র ভাঙ্গন - ajkerparibartan.com
বিষখালী নদীতে হঠাৎ তীব্র ভাঙ্গন

4:20 pm , May 6, 2024

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির বিষখালী নদীতে আকস্মিক ভাঙ্গন শুরু হয়েছে। ভেঙ্গে পড়ছে নদী-তীরবর্তী এলাকা। হুমকিতে নদীসংলগ্ন বসতভিটা ও ফসলি জমি। গত শনিবার – রবিবার ভাঙ্গনের কবলে পড়ে ধ্বসে পড়েছে মঠবাড়ী ইউনিয়ন এর মানকী সুন্দর গ্রামের ৩০-৩৫ শতাংশ গাছের বাগান।
বিষখালী নদীর ভাঙ্গনের কবলে নিঃস্ব  মানকী সুন্দর গ্রামের মন্টু হাওলাদার জানান, ইতিপূর্বে বিষখালীর গর্ভে পৈতৃক বাগান ভিটা হারিয়ে গেছে। শেষ সম্বল দুটি বাগান ভিটা ছিল তা শনিবার সন্ধ্যায় হঠাৎ বিষখালী নদীর ভাঙ্গনের কবলে পড়ে হারিয়ে গেলো। নদী ভাঙ্গতে ভাঙ্গতে বসতবাড়ির একেবারে কাছে এসে গেছে।
এ বিষয়ে ৬ নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল হাওলাদার বলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের মধ্যে মানিক , ডহরশংকর পুখুরিজানা, বাদুরতলা এই চারটি গ্রাম বিষখালী নদীর ভাঙ্গনের কবলে পড়ে প্রতিবছর।
ভাঙ্গন রোধে বিগত দিনে সরকার কাজ করেছে। বর্তমানে জিও ব্যাগ বরাদ্দ দিলেও তা দিয়ে ভাঙ্গন পুরোপুরি রোধ করা যাচ্ছে না।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  বলেন, কাঠালিয়া, রাজাপুরসহ ঝালকাঠিতে যত ঝুঁকিপূর্ণ বাঁধ আছে। সরেজমিনে এর সার্ভে চলছে। সার্ভে শেষ হলে নতুন প্রকল্প হাতে নিচ্ছি। মেরামত সম্ভব হয় না সব সময়। মেরামত হয় ১০০ মিটার ২০০ মিটার, তাই বড় পরিসরে ঝালকাঠি জেলায় যত বাঁধ আছে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত এবং যদি নতুন প্রয়োজন হয় সব ধরনের বাঁধ মেরামত ও নির্মাণের জন্য শিগিগরই প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT