নতুন কিনতে এসে চুরি হওয়া মোটর সাইকেলসহ চোর আটক  নতুন কিনতে এসে চুরি হওয়া মোটর সাইকেলসহ চোর আটক  - ajkerparibartan.com
নতুন কিনতে এসে চুরি হওয়া মোটর সাইকেলসহ চোর আটক 

4:17 pm , May 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নতুন মোটরসাইকেল কিনতে এসে ৭ দিন আগে চুরি হওয়া মোটরসাইকেল ফিরে পেয়েছে এক যুবক। এ সময় চোরকেও আটক করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বরিশাল নগরীতে। ঘটনার শিকার যুবক হলো ঝালকাঠির বাসিন্দা আল রিয়াদ।
সে জানায়, গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে ঝালকাঠির গুরুধাম ব্রিজ এলাকা থেকে তার ইয়ামাহা ফেজার ব্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়। সিটি ক্যামেরার ফুটেজে দেখা যায় মাত্র সাড়ে ৩ মিনিটের মধ্যে মোটরসাইকেলটি চুরি করে চোর রাকিব। এর পর ঝালকাঠি থানায় একটি সাধার ডায়রী (জিডি) করেন তিনি। কয়েকদিন খুজে না পেয়ে নতুন আরেকটি মোটর সাইকেল কিনতে বরিশাল নগরীর বান্দ রোড বিআইপি গেট এলাকার একটি শোরুমে আসেন। এসময় তার চুরি হওয়া মোটরসাইকেল নিয়ে এক যুবককে যেতে দেখেন তিনি। তখন অন্য একটি মোটরসাইকেল নিয়ে পিছু নে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চোরকে থামার সংকেত দিলে পালানোর চেষ্টা করে চোর। এর পর তাকে ধাওয়া করলে নগরীর সিএন্ডবি রোড হয়ে চোর চৌ-মাথা থেকে সদর রোডের দিকে প্রবেশ করে। তখন রিয়াদ নগরীর সদর রোডে অবস্থান করা ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছে। চোর সদর রোড দিয়ে কাকলির মোড় এলাকায় পৌছুলে তার ভাইয়ে সামনে পড়ে। এ সময় হট্টগোল সৃষ্টি হলে পুলিশ সদস্যদের মাধ্যমে চোর আটক ও মোটর সাইকেল উদ্ধার করে কোতয়ালী মডেল থানায় নেয়া হয়। মডেল থানা সূত্রে জানা যায়। ২১ বছর বয়সি চোরের নাম রাকিব। সে নলছিটির বাসিন্দা।
চুরির ঘটনার তদন্তকারী ঝালকাঠি থানার এসআই আরিফিন ইসলাম শুভ জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি মালিকের মাধ্যমে উদ্ধার হয়েছে বরিশাল থেকে। দুপুরে মোটরসাইকেল ও আটকৃত রাকিবকে ঝালকাঠি থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে আদালতের মাধ্যমে মোটরসাইকেলটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT