সাবেক মেয়র কামালের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে মামলা সাবেক মেয়র কামালের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
সাবেক মেয়র কামালের স্ত্রী সন্তানদের বিরুদ্ধে মামলা

4:16 pm , May 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ প্রায় সাড়ে ৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক।
সোমবার (৬ মে) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলাগুলো করেন।
আসামিরা হলেন, আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, তার ছেলে কামরুল আহসান ও মেয়ে মালিহা সাবরিন। দুদকের সহকারী পরিচালক আবুল কাইয়ুম বলেন, তিনটি মামলার মধ্যে একটি মামলা দায়ের হয়েছে কামালের স্ত্রী হোসনে আরা বেগমের বিরুদ্ধে। এ মামলায় ৬৪ লাখ ২ হাজার ৩৭৮ টাকার সম্পদের তথ্য গোপনসহ ২ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ টাকা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
পৃথক আরেক মামলায় কামরুলের বিরুদ্ধে ৪ লাখ ১২ হাজার ২১২ টাকার সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ১ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৮৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অপর সন্তান মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে ২ লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।
সহকারী পরিচালক আবুল কাইয়ুম আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২২ সালে তাদের সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছিল। ওই বছরের জুলাই মাসে সম্পদের হিসাব দাখিল করেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের পরিবারের সদস্যরা। মামলায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গতঃ পৌরসভা থেকে বরিশাল সিটি করপোরেশন হলে ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম ভারপ্রাপ্ত মেয়র ছিলেন কামাল। ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে তিনি মেয়র নির্বাচিত হন। এরপর ২০২২ সালের ৩০ জুলাই তিনি মারা যান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT