4:16 pm , May 6, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গেলো বছরের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে বরিশাল নগরের টাউনহলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
উদ্বোধনকালে বক্তারা বলেন, দেশের চার শ্রেণির প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে চালু করা হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। সরকারের উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেক নাগরিকের ভবিষ্যৎ হবে সুরক্ষিত এবং সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত করা। একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে এবং নি¤œ আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার।
চারটি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন-ব্যবস্থার যাত্রা শুরু হয়েছে। এগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রবাস স্কিমটি শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য। প্রতিষ্ঠান হিসেবে স্কিমে যোগ দিলে স্কিমের জমার ৫০ শতাংশ কর্মী এবং বাকি অংশ প্রতিষ্ঠান দিবে। সুরক্ষা স্কিম রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ও গৃহিনীসহ সব অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তি যুক্ত হতে পারবেন। সমতা স্কিম দারিদ্রসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের মানুষের জন্য। সমতা স্কিমে জমার পরিমাণ এক হাজার টাকা। যার মধ্যে জমাকারী জমা দিবেন পাঁচশত টাকা, বাকি পাঁচশ টাকা দেবে সরকার।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক বক্তৃতা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই শুভেচ্ছা বক্তৃতা করেন।
সভায় বক্তারা আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বসয়ী সকল বাংলাদেশি আবেদন করতে পারবেন। তবে, বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব নাগরিকগরা ১০ বছর নিরবিচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।