শ্রমিকদের কল্যানের জন্য সব কিছু করা হবে শ্রমিকদের কল্যানের জন্য সব কিছু করা হবে - ajkerparibartan.com
শ্রমিকদের কল্যানের জন্য সব কিছু করা হবে

4:01 pm , May 5, 2024

বিসিক শিল্প নগরীতে জনসভায় খান মামুন
নিজস্ব প্রতিবেদক ॥ শ্রমিকদের উন্নয়নের জন্য যা যা করার করার তাই করা হবে। শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, চাকুরির নিরাপত্তাসহ সার্বিক কল্যান সাধন করা হবে। শনিবার বিকেলে বরিশালের বিসিক শিল্প নগরীতে এক সভায় এসব কথা বলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন। বিসিকের অন্যতম সেরা প্রতিষ্ঠান ফরচুন এর আয়োজনে আয়োজিত ওই নির্বাচনী জনসভায় মাহমুদুল হক খান মামুন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের কাতারের মানুষ। আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি শ্রমজীবী মানুষের কল্যানের জন্য। আমি যখনই সুযোগ পাই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পাশে দাড়াই। তিনি বিসিকে কর্মরত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আমাকে একটি বার সুযোগ দিন। আমি আপনাদের কর্মক্ষেত্রে সকল সুযোগ সুবিদা বৃদ্ধি করে দেব। সকল শ্রমিক চাকুরীর নিরাপত্তা পাবে। শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার সুযোগ করে দেব। বিসিকে শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করব।
সভায় বিসিক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান বিসিকে কর্মরত সদর উপজেলার সকল ভোটারদের খান মামুন কে আনারস মার্কায় ভোট দেবার আহবান জানান। শ্রমিকরা দু’হাত তুলে খান মামুনকে ভোট দিয়ে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আনারস প্রতীকের প্রধান সমন্বয়কারী এ্যাড. আফজালুল করিমসহ বিসিক মালিক সমিতির অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT