মহান মে দিবস উদ্যাপন মহান মে দিবস উদ্যাপন - ajkerparibartan.com
মহান মে দিবস উদ্যাপন

4:42 pm , May 2, 2024

মালিক শ্রমিকের সম্পর্কোন্নয়নের আহ্বান
পিআইডি ॥ ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে মহান মে দিবস উদযাপন করা হয়। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বঙ্গবন্ধু উদ্যান থেকে র‌্যালি বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।  বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী র‌্যালিতে নেতৃত্ব দেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগপোযোগী ও আধুনিকায়ন করে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’ প্রণয়ন করেছে সরকার। তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এখন দেশে শ্রমিকবান্ধব কর্মপরিবেশ বিরাজমান।
আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওসমান গনি। তিনি বলেন, শ্রমিকদের জন্য ২০০৬ সালে প্রণীত শ্রম আইন, ২০১৩ ও ২০১৮ সালে সংশোধন করে আরও কল্যাণমুখী করেছে সরকার। এছাড়াও গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫, জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি নীতিমালা ২০১৩, শিশুশ্রম  নিরসন নীতিমালা ২০১০, বাংলাদেশ শ্রম নীতি ২০১২ প্রণয়ন করেছে সরকার। এ আইন বিধি ও নীতিমালাসমূহ বাস্তবায়নের জন্য দেশের স্থিতিশীল শিল্পোৎপাদন ও কাজের সুষ্ঠ কর্মপরিবেশ গেড়ে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরব হোসেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূইয়া, অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুক উল হক, বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন কুমার হাওলাদার, ক্যামিষ্ট ল্যাবরেটরিজ লিমিটেট এর প্রতিনিধি কাজল ঘোষ, শ্রমিক পক্ষের প্রতিনিধি ও বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান হাওলাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT